PMP for new Entrepreneurs
PMP নতুন উদ্যোক্তাদের কিভাবে সাহায্য করতে পারে সে ব্যপারে কিছু বলার আগে জেনে নেই PMP কি?
PMP এর পুরো নাম Project Management Professional, এটি আমেরিকার বিখ্যাত প্রতিষ্ঠান PMI (Project Management Institute// www.pmi.org ) কর্তৃক আয়োজিত একটি সার্টিফিকেসন কোর্স। পুরো পৃথিবী ব্যাপী একটি একটি সার্টিফিকেসন কোর্স কেই সার্বজনীনভাবে গ্রহণযোগ্য মনে করা হয়।
PMP তে যে মডিউল গুলো শেখানো হয়ঃ
Scope: একটি কাজ / প্রোজেক্ট এ ঠিক কি কি কাজ থাকবে এবং তা কিভাবে নির্ধারন করা যায়।
Time: একটি কাজ / প্রোজেক্ট ঠিক কত সময় ব্যাপী চলবে এবং তা কিভাবে নির্ধারন করা যায়।
Cost: একটি কাজ / প্রোজেক্ট এর বাজেট কত হবে এবং তা কিভাবে নির্ধারন ও নিয়ন্ত্রন করা যায়।
Quality: একটি কাজ / প্রোজেক্ট এর কোয়ালিটি নির্ধারিত হবে কিভাবে।
HR: একটি কাজ / প্রোজেক্ট এ কতজন লোকবল দরকার হতে পারে।
Communication: একটি কাজ / প্রোজেক্ট এ কাজের ক্ষেত্রে কে কার সাথে এবং কিভাবে যোগাযোগ করবে।
Risk: একটি কাজ / প্রোজেক্ট এ কি কি ধরণের ঝুঁকি আসতে পারে এবং তা কিভাবে নিরসন করা যেতে পারে।
Procurement: একটি কাজ / প্রোজেক্ট এর জন্য কি কি দ্রব্য বা সেবা কিনতে হতে পারে।
Stakeholder: প্রোজেক্ট এর সাথে কে কে জড়িত, তারা প্রোজেক্ট এর জন্য কল্যাণকর নাকি ক্ষতিকর।
Integration: একটি কাজ / প্রোজেক্ট কে সার্বিকভাবে কিভাবে সমন্বয় করা সম্ভব।
মজার ব্যপার হচ্ছে এই কোর্সটি যে কেউ চাইলেই করতে পারেনা, কারণ এই জন্য PMI বেধে দিয়েছে অনেক শর্তাবলী (আপনারা ধিরে ধিরে সেগুলো জানতে পারবেন)। তাই বলে কি আমরা সেগুলো জানবোনা ? না জানলে পথে পথে হোঁচট খেয়ে হয়ত পথের দিশাই হারিয়ে ফেলব। Develop IT Ltd এবং বেকার থেকে উদ্দ্যোক্তা আমরা চাকরিপ্রার্থী নই আমরা চাকরিদাতা গ্রুপ যৌথ উদ্যোগে সম্পুর্ন PMP এর সব মডিউল এর উপরে একটি customized ট্রেনিং এর আয়োজন করতে যাচ্ছে। এটি ১৫ ঘণ্টার একটি কোর্স (প্রকৃত কোর্সটি ৩৫ ঘণ্টার যা PMI কর্তৃক করানো হয়)।
আমাদের এই কোর্সটি হবে - ১৫ ঘণ্টার
আর কোর্স ফি - ৭০০০/ টাকা ( আমাদের এই গ্রুপের সদস্যদের জন্য ১০০০/ হাজার টাকা ছাড় আছে)
যদি আপনারা মনে করেন নতুন উদ্যোক্তা হিসেবে আপনাদের এরকম একটি পথ প্রদর্শনা কাজে লাগবে , তাহলে আপনারা বিনা বাক্য ব্যয়ে চলে আসবেন আশা করছি।
বিস্তারিত জানতেঃ ০১৬৭৪১৭৭৬৮৭
অথবা মেইল করুনঃ rahman.palas@gmail.com
https://www.facebook.com/groups/bekarthekeuddokta/
ধন্যবাদ সবাইকে।
0 comments:
Post a Comment