• This is Slide 1 Title

    This is slide 1 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 2 Title

    This is slide 2 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 3 Title

    This is slide 3 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

Saturday 25 January 2014

আমি প্রতি ১০ মিনিটে ফেসবুক থেকে ৫০০ টাকা ইনকাম করি । চাইলে আপনিও পারবেন…

আজকে ফেসবুকে ডুকতেই এক বড় ভাই মেসেজ দিল । এখন থেকে বুঝি ফেসবুকে ইনকাম করা যায় । আমি প্রথমে বিশ্বাস করিনি পরে যখন আমি ৫০০ টাকা পেলাম তখন আমার বিশ্বাস হল । খুব সহজেই আপনি ও আমার মত টাকা পাবেন , নিচের লিংকে যান , তারপর সেখানে যা যা বলা হবে সব গুলো করুন । মাত্র ১০ মিনিট সময় লাগবে । এটি পে-পাল ও ফেইসবুক অনুমোদিত। লিংক :- http://goo.gl/ldrvVq

*~* সাবধান *~*

****** ঠিক এমনই কমেন্ট পাওয়া যায় ফেসবুকের আনাচে
কানাচে । চলুন দেখে নেই এর মূল রহস্য******
আমরা সবাই ফেসবুক ব্যবহার করি নিয়মিত । যখনই কোন ফেনপেইজে অথবা সেলিব্রেটি আইডিতে প্রবেশ করি তখনই দেখি এইসব প্রতারকের এই মেসেজ । কি আছে এতে । আছে । ৫০০ টাকার বদলি কিছু ফেসবুক পেইজে আপনার আইডি দারা ফ্রি লাইক । আপনি শুধু লাইকই দিবেন । পকেটে কোন টাকা আসবে না ।
প্রতারকদের ভুয়া সাইটের নমুনা দেখে নিন
উল্যেখঃ- আগে ছিল সময়নিউজ ডট টিকে এখন করেছে বিকাশটাকা ডট টিকে
এই কমেন্ট -2014-01-24_144855
এই লেখাটি অবশ্যই শেয়ার করবেন ।
Source: PcHelpLine.com

কম্পিউটার বারবার রিস্টার্ট সমস্যার সমাধান দেখে নিন।



কম্পিউটার বা ল্যাপটপে কাজ করতে গেলে মাঝেমধ্যে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। প্রায়ই হয় এমন সাধারণ সমস্যার সমাধান নিজে নিজেই করা যায়। এমন ১টি সমস্যার সমাধান নিয়ে এ আয়োজন। কম্পিউটার বারবার রিস্টার্ট সমস্যার।
কম্পিউটার এর হার্ডওয়্যার সমস্যা করলে সেটা শনাক্ত করে সমাধান করা একটু কঠিনই। প্রথমে নিশ্চিত হতে হবে, উইন্ডোজ হালনাগাদ হচ্ছে কি না। এসব আপডেট ইনস্টল হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার রিস্টার্ট হয়। অনেক সময় ভাইরাস বা অ্যাডওয়্যারের কারণে এমনটা হতে পারে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার অথবা বিনা মূল্যের মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়ালস সর্বশেষ হালনাগাদসহ ইন্টারনেট থেকে নামিয়ে ইনস্টল করে স্ক্যান করে নিতে পারেন।
সফটওয়্যার টি নামানোর ঠিকানা  http://goo.gl/iZRcvh আর সফটওয়্যারটির বিস্তারিত  http://goo.gl/polTVH   কম্পিউটারের ধরন অনুযায়ী (৩২ বা ৬৪ বিট) ডাউনলোড করতে পারবেন।
‘ম্যানুয়ালি ডাউনলোড দ্য লেটেস্ট আপডেটস’ সেকশন থেকে এই সফটওয়্যারটির হালনাগাদ ফাইল নামাতে হবে অথবা ইন্টারনেটে সরাসরি হালনাগা করে নিতে পারেন।
কম্পিউটারের কোনো যন্ত্রাংশ মাত্রাতিরিক্ত গরম হলেও কম্পিউটার বারবার রিস্টার্ট নিতে পারে। আধুনিক অনেক কম্পিউটারে সেফগার্ড থাকে, যা যন্ত্রপাতি গরম হলে নিজে নিজেই কম্পিউটার বন্ধ করে দেয়। সিপিইউ খোলার অভিজ্ঞতা থাকলে এবং তাতে কোনো ওয়ারেন্টি সিল না থাকলে সেটি খুলে অনেক দিনের জমা ধুলোবালি ব্রাশ দিয়ে সাবধানে পরিষ্কার করে নিতে পারেন। তারপর র‌্যাম খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে নিন এবং হার্ডডিস্ক, ডিভিডি-রম ড্রাইভে সংযুক্ত তারগুলো ভালোভাবে লাগিয়ে রিস্টার্ট হওয়ার সমস্যা থেকে রেহাই পেতে পারেন।
তো আজকে এই প্রজন্তই ভাল থাকুন ও সুস্ত থাকুন এই কামনায়। ও হাঁ কোন প্রকার সফটওয়্যার দরকার হলে আমাদের সফটওয়্যার সাইট  এখান থেকে ফ্রি সফটওয়্যার জোন ডাউনলোড করুন।

আর সময় পেলে আমার ফুল ভার্সন সফটওয়্যার সাইট থেকে ঘুরে আসতে পারেন এখান থেকে।


Source: PcHelpline.com

ক্রিকেটের অস্তিত্ব বিলীন করে প্রতিদান নয়

তিন দেশের কর্তৃত্ব আর মুনাফা লাভের চালে বিশ্ব ক্রিকেটের যে বারোটা বাজতে যাচ্ছে, সেটা আর এখন বলার অপেক্ষা রাখে না। এত দিনে সবাই জেনে গেছেন ক্রিকেটকে নিয়ে কী চালটা চালতে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। তাদের মুনাফার জন্য সমস্ত ক্রিকেটকে তারা ডুবিয়ে দিচ্ছে দুনিয়ার সামনে। এ ষড়যন্ত্রের যতটুকু জেনেছি তাতেই লজ্জায় মাথা নত হয়ে গেছে। এ নাকি সভ্যতম খেলার ধারক-বাহকদের পরিকল্পনা।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এ সংস্কার পরিকল্পনা পাস হলে ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটক্ষমতা আর মুনাফা অর্জনের বাইরে আমাদের যে কঠিনতম ক্ষতিটা হবে, সেটা হলো ক্রিকেটে বাংলাদেশের টেস্ট খেলার সুযোগ নেমে যাবে প্রায় শূন্যের কোঠায়। আর এ রকম একটা প্রস্তাব ইস্যুতে বাংলাদেশের অবস্থান জোরালোভাবে এর বিপক্ষে থাকবে, সেটাই স্বাভাবিক। যেখানে জাতীয় ক্রিকেট বিলীন হয়ে যাচ্ছে, সেখানে বিপক্ষ অবস্থান নিতে কোনো ভয়, শঙ্কা থাকার কথায় নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কিন্তু তার পরও ভয় হচ্ছে, কারণ দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সময় যখন কিছু দেশ নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সুষ্ঠুভাবে আয়োজন করতে পারবে কি না, সন্দেহ পোষণ করছিল, তখন প্রতিবেশী ভারত বাংলাদেশের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিল। কিন্তু এখন দেশের স্বার্থ বাদ দিয়ে কোনো কারণে ভারতের ওই দৃঢ় অবস্থানের ঋণ যদি শোধ করতে চায় বিসিবি, তাহলেই বাংলাদেশের টেস্ট ক্রিকেটের কফিনে শেষ পেরেকটি মারা হয়ে যাবে।
আর কেন জানি মনে হচ্ছে, এটাই করতে যাচ্ছে বিসিবি। কারণ, আইসিসির সংস্কার প্রস্তাবের ব্যাপারে কৌশলী অবস্থান নিয়েছে বিসিবি। ভাবখানা এমন যে, ‘ঝোপ বুঝে কোপ মারা’। কিন্তু বিসিবির এই ‘ঝোপ বুঝে কোপ মারা’র নীতির কোনো সুযোগ নেই এখন। এখানে ক্রিকেট অস্তিত্বের সঙ্গে দেশের অস্তিত্বও সম্পৃক্ত হয়ে গেছে। বিশ্ব জেনে গেছে, সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ ক্রিকেটই সবচে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তার পরও যদি এর বিপক্ষে বাংলাদেশ না দাঁড়ায়, তাহলে দিনে দিনে গড়া আমাদের এই গর্বের ক্রিকেট যেমন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে দেশের মানমর্যাদাও ধুলোয় লুটাবে পৃথিবীর কাছে। তারা দেখবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) খুশি করতে গিয়ে আমরা কীভাবে নতজানু হয়ে পড়ি।
এটা তো সত্য, প্রথমে আমাদের বাঁচতে হবে, তারপর কার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে না ঘটবে, সেগুলোর কথা আসে। যে পরিকল্পনায় আমাদের ক্রিকেটের অস্তিত্বই নিশ্চিহ্ন হয়ে যাবে, সেখানে এ মিথ্যে জুজুর ভয় পেয়ে কী লাভ। সাময়িক লাভের আকার-ইঙ্গিত হয়তো দেখিয়েছেন ষড়যন্ত্র মহারাজ তিন দেশের কর্তাব্যক্তিরা। কিন্তু এটা তো মূর্খও বুঝে, যদি নিজের ক্রিকেটই না থাকে, তাহলে ক্রিকেট মুনাফা থাকবে কোত্থেকে। সারা পৃথিবীর ক্রিকেটমহলে এ দুরভিসন্ধি পরিকল্পনা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু আমাদের কর্তাব্যক্তিরা পরিষ্কার করে কিছু বলছেন না। শুধু দেখছি-ভাবছি করছেন, আর ভেতরে ভেতরে নাকি এ ‘কালো সংস্কার প্রস্তাবে’র পক্ষে অবস্থান নিয়েছেন। আর যা-ই করেন, জাতীয় এ ইস্যুতে দেশের স্বার্থ বাদ দিয়ে কোনো পক্ষ সমর্থন করা কেউ মানবে না কিন্তু। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টাও বিপজ্জনক হবে।
ইতিমধ্যে বিভিন্ন দেশে নানা সংগঠনের বিপক্ষে অবস্থান নিয়েছে, শুরু হয়ে গেছে প্রতিবাদ। আমি অস্ট্রেলিয়ায় থাকি। এখানেও প্রতিবাদের প্রস্তুতি চলছে।
শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের প্রতি একটা অনুরোধ করি, আমার বাড়ি কুলিয়ারচরে। আপনি আমাদের সাংসদ। জাতীয় স্বার্থ বাদ দিয়ে অন্য দেশকে খুশি করতে গিয়ে যেন আবার জাতীয় ‘ভিলেনে’ পরিণত না হন এটা খেয়াল রাখবেন।
কাউসার খান, সিডনি থেকে
kawsark@gmail.com

চাকরি মেলা কঠিন হয়ে যাবে: এরিক স্মিড


গুগলের চেয়ারম্যান এরিক স্মিডআগামী দুই-তিন দশকে চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতা ছাড়া চাকরি পাওয়াই কষ্টকর হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেছেন গুগলের চেয়ারম্যান এরিক স্মিড।
প্রতিনিয়ত নিত্য-নতুন নানা প্রযুক্তির উদ্ভাবন ও ক্রমাগত উন্নয়নের কারণে মধ্যবিত্ত শ্রেণীর অনেক কর্মী চাকরি হারাবেন বলেও জানিয়েছেন ৫৮ বছর বয়সী মার্কিন এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ধনাঢ্য ব্যবসায়ী।
সম্প্রতি সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন এরিক স্মিড। চাকরির বাজারের আসন্ন মন্দাবস্থাকে শিল্প বিপ্লবের সঙ্গে তুলনা করেন তিনি।
এরিক বলেন, ‘আসছে দিনগুলোতে কম্পিউটার এবং মানুষের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এই দৌড়ে মানুষেরই জয় হওয়া উচিত। তবে যতটা দ্রুততার সঙ্গে প্রযুক্তির উন্নয়ন ঘটছে তার সঙ্গে খাপ খাইয়ে দক্ষ জনবল পাওয়া যাবে কি না, তা এই মুহূর্তে নিশ্চিত নয়।’
এরিক আরও বলেন, ‘প্রতিনিয়ত নিত্য-নতুন সব প্রযুক্তিপণ্যের উদ্ভাবন ও উন্নয়ন ঘটে চলেছে। কর্মস্থলের রুটিন অনেক কাজ যন্ত্রের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করার সুযোগ তৈরি হয়েছে। এজন্য ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে খণ্ডকালীন কাজের চাহিদা বাড়ছে। সামনের দিনগুলোতে প্রথাগত নয়টা থেকে পাঁচটা চাকরিকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে হবে।’
কর্মচারীদের বেতন নিয়েও হতাশা প্রকাশ করেছেন এরিক। তাঁর মতে, ‘নিজের অভিজ্ঞতা থেকে আমি স্পষ্ট উপলব্ধি করেছি, একটি কোম্পানি চাইলেই কর্মচারী পেতে পারে। কিন্তু কর্মচারীদের যে বেতন দেওয়া হয়, তা এখনো হতাশাজনক।’

Source: Prothom-alo.com

আপনার Android মোবাইলে অ্যাপ্লিকেশনকে সিস্টেম অ্যাপ্লিকেশন (System App) বানান! আন-ইন্সটল প্রোটেক্টেড বানান! কিভাবে করবেন??

Apon SoftWorks : আপনার Android মোবাইলে অ্যাপ্লিকেশনকে সিস্টেম অ্যাপ্লিকেশন বানান! আন-ইন্সটল প্রোটেক্টেড বানান! কিভাবে করবেন??
আজকের তারিখ

Make A System App in Android || Apon SoftWorks|| soroze
Android মোবাইলে আপনারা কিছু অ্যাপ্লিকেশন ফ্যাক্টরি মেড হিসেবে পেয়ে থাকেন যেগুলো আন-ইন্সটল করা যায় না!
এমনকি ফরম্যাট দিলেও ডিলেট হবে না!!
আপনার অবশ্যই এমন কিছু অ্যাপ্লিকেশন দরকার পড়তে পারে যেগুলো কখনোই আপনি আন-ইন্সটল করতে চান না, আপনি না করলেও অন্য কেউ করে দিতে পারে!
সেক্ষেত্রে এই পোস্ট আপনার জন্য।।
দেখুন কিভাবে একটি সাধারণ অ্যাপ্লিকেশনকে সিস্টেম অ্যাপ্লিকেশন বানাবেন!!!

 Required:
1. Rooted Android Mobile
2. File Browser with Root permitted

প্রথমে আপনারা একটি রুট ব্রাউজার (Root Browser) ডাউনলোড করে ইন্সটল করুন!
যেমন- Root Explorer/ES File Manager/AndroZip ইত্যাদি।
অনেকের মোবাইলে করাই থাকে।
আমি এখানে Root Explorer ব্যবহার করবো।
Root Browser এর কথা বলেছি কারন এটি খুব কাজের।
আপনি অন্য কোনটি ব্যবহার করতে পারবেন যদি সেটা ভাল বুঝে থাকেন!
প্রথমে আমরা যে অ্যাপ্লিকেশনটিকে সিস্টেম অ্যাপ্লিকেশন বানাবো সেটাকে মেমোরি কার্ড / SD Card এ কপি করে রাখি!
এবার আপনার রুট ব্রাউজার ওপেন করুন।
আপনার রুট এক্সপ্লোরার দিয়ে নেভিগেট করুণ –> /system/app ফোল্ডারে!
১। Screen (১)
Make A System App in Android || Apon SoftWorks|| soroze
এই ফোল্ডারে আপনি অনেক অ্যাপ্লিকেশন পাবেন যেগুলো Write Protected অবস্থায় থাকে।
আবার এগুলো মধ্যে কিছু রানিং অবস্থায়ও থাকে।

এখন আপনি আপনার পছন্দের অ্যাপ্লিকেশনটি কপি করে এখানে এনে পেস্ট করে দিন।
Root Explorer এ মাল্টিট্যাব ব্রাউজিং সিস্টেম আছে। এটি আপনার সুবিধা বাড়িয়ে দেবে।
২। Screen (২)
Make A System App in Android || Apon SoftWorks|| soroze
এখন স্ক্রিন ২ লক্ষ্য করুন।
এখানে আমি একটি অ্যাপ্লিকেশন কপি করে এনেছি।
এই অ্যাপ্লিকেশনটির ডিফল্ট পারমিশন হচ্ছে rw-rw-rw-
স্ক্রিন ২ দেখুন, সেখানে মার্ক করে দেয়া হয়েছে।
এর মানে হচ্ছে,
r = read
w = write
- = execute (Disable করা আছে এখানে)

এবার আপনি কপি করা অ্যাপ্লিকেশনটিকে রিনেম করে নিন আপনার ইচ্ছা মতো।
তবে একটা শর্ত আছে, কোনো স্পেস থাকতে পারবে না।।
এবার আপনি অ্যাপ্লিকেশনটি মার্ক করে অপশন চাপুন। অথবা, অ্যাপ্লিকেশনটির উপর চাপ দিয়ে অপেক্ষা করুন।
তারপর Permissions সিলেক্ট করুন।
এখন স্ক্রিন ৩ অনুযায়ী অপশনগুলো সিলেক্ট করে দিন। বাকি গুলো নন-সিলেক্টেড করে দিন।
৩। Screen (৩)
Make A System App in Android || Apon SoftWorks|| soroze
এবার OK করে দিন।
ব্যস! কাজ শেষ।
বাড়তি কিছু কাজ দেখাই।
আপনার ক্ষেত্রে কমবেশী হতে পারে।
স্ক্রিন ৪ লক্ষ্য করুন।
সেখানে পারমিশন দেয়া আছে rw-r–r–
৪। Screen (৪)
Make A System App in Android || Apon SoftWorks|| soroze
এখানে rw- হচ্ছে Owner পারমিশন যা Read / Write করা যাবে শুধু মালিক দ্বারা।
পরের r– হচ্ছে Group যা মাল্টি-ইউজার সিস্টেমে সকল ব্যবহারকারীর জন্য শুধুই পড়ার যোগ্য।
আর শেষের r– হচ্ছে Other যা অন্য সকল থার্ডপার্টি ব্যবহারকারী। যেমনঃ- গেস্ট।
সমাপ্তি!
এখন আপনার সিস্টেম থেকে Application Settings এ যান এবং আপনার করা অ্যাপ্লিকেশনটি দেখুন!!
আন-ইন্সটল করা অসম্ভব! :-D
৫। Screen (৫)
Make A System App in Android || Apon SoftWorks|| soroze
ইউনিক পোস্ট! কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
- ধন্যবাদ।
Source: Pchelpline.com

জেনে নিন উইন্ডোজ ৮ এর টপ কীবোর্ড শর্টকাট

আসসালামু আলাইকুম। সবাইকে বিশ্ব ইসতিমার শুভেচ্ছা ও দাওয়াত দিয়ে আজকের লেখা শুরু করছি। আশাকরি সবাই ভাল আছেন। আপনাদের সবাইকে মোহন আল্লাহ ভাল রাখুন সেই দুআ করি, আপনারাও আমার জন্য দুআ করবেন।
charms
এবার কাজের কথায় আসি। উইন্ডোজ ৭ এর পর আমরা অনেকেই উইন্ডোজ ৮ ব্যবহার শুরু করে দিছি। প্রযুক্তি এগিয়ে চলছে, আমরা পিছিয়ে থাকবো কেন? আমরা জানি উইন্ডোজ ৮ অন্যান্য ভার্সনের চেয়ে কিছুটা ব্যাতিক্রম। তাই উইন্ডোজ ৮ চালাতে অনেকেই বিরক্তিবোধ করেন। কিন্তু এটাও মনে রাখতে হবে শুধুমাত্র আপনি না জানার কারণেই বিরক্ত হচ্ছেন, উইন্ডোজ ৮, উইন্ডোজ ৭ বা এর অন্য যেকোনো ভার্সনের চেয়ে প্রায় সব দিক দিয়েই শ্রেষ্ঠ।
আপনাদের আগ্রহ থাকলে আমি উইন্ডোজ ৮ নিয়ে ধারাবাহিকভাবে পোস্ট করতে ইচ্ছুক, কমেন্ট করে জানাবেন।
আজকে আপনাদেরকে উইন্ডোজ ৮ এর কীবোর্ড শর্টকাট জানাব, এতে আপনি অনেক কাজ খুব সহজেই করতে পারবেন। সুতরাং, এই শর্টকাট কী মনে রাখার চেষ্টা করুন।
১) স্টার্ট স্ক্রিন খুলতে Windows key চাপুন
২) ডেস্কটপ এ যেতে Windows key + D চাপুন
৩) যেকোনো Apps কে স্ক্রীন এর স্লাইড বারে পিন বা আনপিন করতে Windows key + . চাপুন
৪)   উইন্ডোজ পাওয়ার ইউজার মেনু (যেমন ডিভাইস ম্যানেজার এবং কমান্ড প্রম্পট) ওপেন করতে Windows key + X চাপুন।
৫) Charms*** ওপেন করতে Windows key + C চাপুন।
৬) সেটিংস ওপেন করতে Windows key + I চাপুন।
৭) খোলা অ্যাপ্লিকেশান দেখানোর জন্য Windows key + Tab চাপুন এবং ধরে রাখুন।
৮) স্ক্রিন শট নেয়ার জন্য Windows key + Print screen চাপুন।
৯) কোনও কিছু সার্চ করতে চাইলে Windows key + F
১০) কোনও কিছু শেয়ার করতে চাইলে Windows key + H
**** The Windows Charms is a new feature that was introduced with Windows 8 that gives you access to Search, Share, Start, Devices, and Settings.
আজ এ পর্যন্তই, সবাই ভাল থাকবেন। আমার ছোট একটা ব্লগ আছে, সময় পেলে আসার দাওয়াত রইল :)

Source: pchelpline 

স্মার্টওয়াচ আনছে মাইক্রোসফট

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট করপোরেশন এবার পরিধেয় বস্তু নিয়ে অগ্রসর হচ্ছে বলে গুজব শোনা যাচ্ছে। এর মধ্যে  উইন্ডোজ ৮ ভিত্তিক একটি স্মার্টওয়াচ নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বলে খবর বেরিয়েছে। মার্কিন পত্রিকা ওয়ালস্ট্রিট জার্নাল জানায়, মাইক্রোসফট আগামী এপ্রিলে বাজার ছাড়ার জন্য একটি স্মার্টওয়াচের নকশা করছে। তারা ১ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট ডিভাইস নিয়ে অন্যান্য হার্ডওয়্যার সরবরাহকারীদের সঙ্গেও আলোচনা করছে কোম্পানিটি। মাইক্রোসফটের সারফেস প্রজেক্টের অন্য সদস্যরা উইন্ডোজ চালিত ডিভাইসের সঙ্গে ঘড়িকে একীভূত করা এবং উইন্ডোজ ৮ এর একটি পরিমার্জিত সংস্করণ এই ডিভাইসে চালানোর জন্য পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বলে প্রতিবেদনে জানা যায়।
মাইক্রোসফট এর আগে এক্সবক্সের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল দিয়ে তাদের ধারণার স্মার্টওয়াচটির পরীক্ষা করেছিল। কিন্তু এক্সবক্স তাদের সঙেগ একীভূত হওয়ার পর প্রকল্পটি সারভেসের কাছে হস্তান্তর করা হয়। অ্যামংটেক নামে প্রযুক্তির খবরের একটি ওয়েবসাইট জানায়, স্মার্ট ঘড়িগুলো অক্সিনাইট্রাইড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি যা কাচ অপেক্ষা ৩ গুণ শক্তিশালী। এই স্মার্টওয়াচগুলো হলুদ, লাল, কালো, সাদা এবং ধূসরসহ আরও কয়েকটি রঙের হবে। উল্লেখ্য, স্মার্টফোনের বাজারে হুলস্থূল ফেলে দেয়া স্যামসাং প্রথম স্মার্টওয়াচ বাজারে আনে।

Source: Google.com 

‘এক দাবি এক দেশ টেস্ট খেলবে বাংলাদেশ’

‘তিন জমিদার’ ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিশ্ব ক্রিকেট শাসন করার প্রস্তাবের বিরোধিতায় শাহবাগের মানবন্ধনে জড়ো হয়েছেন শত শত মানুষ। ছবি: সংগৃহীত‘এক দাবি এক দেশ টেস্ট খেলবে বাংলাদেশ’,  ‘তিন দেশের মাতব্বরি থেকে  ক্রিকেটকে রক্ষা কর’, ‘ক্রিকেট প্রাণের দাবি, ক্রিকেট নিয়ে ষড়যন্ত্র চলবে না’, ‘তিন শেয়ালের কাছে মুর্গি বর্গা দেব না’,  ‘বিসিবি সে নো’। এরকম শত শত স্লোগানে মুখরিত হচ্ছে শাহবাগ চত্বর।
আজ শনিবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে জাতীয় গণগ্রন্থাগার এবং চারুকলার গেট পর্যন্ত রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে শত শত তরুণ ব্যানার, ফেস্টুন, পতাকা নিয়ে মানবন্ধনে অংশ নিয়েছেন। ‘তিন জমিদার’ ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিশ্ব ক্রিকেট শাসন করার প্রস্তাবের বিরোধিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।  তাঁদের সবার দাবি একটাই।   টেস্ট ক্রিকেট নিয়ে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলবে না।
মানবন্ধনে এসেছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী, গৃহিনী, চাকরিজীবী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাঁরা একদিকে যেমন ক্রিকেট নিয়ে চলা ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতে এসেছেন তেমনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শক্ত অবস্থান নেওয়ারও দাবি জানিয়েছেন।‘তিন জমিদার’ ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিশ্ব ক্রিকেট শাসন করার প্রস্তাবের বিরোধিতায় শাহবাগের মানবন্ধনে জড়ো হয়েছেন শত শত মানুষ। ছবি: সংগৃহীত
তেজগাঁও থেকে আসা গৃহিনী মাহমুদা সরকার জানান, ফেসবুকে এরকম প্রতিবাদ সমাবেশ হচ্ছে জানতে পেরে শাহবাগে এসেছি। ক্রিকেট হচ্ছে আমাদের প্রাণ, মানুষের আবেগ। এটা নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে না। তাই প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী  দেলওয়ার হোসেন জানান,  আমাদের ক্রিকেট নিয়ে চলা চক্রান্ত রুখতে চাই। তিনি বলেন, ক্রিকেট জাতি, বর্ণ  নির্বিশেষে আমাদেরকে এক করেছে। তাই ক্রিকেট  নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।
ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দেওয়া খসড়া প্রস্তাবে বলা হয়, টেস্ট র্যাঙ্কিংয়ের ৯ ও ১০ নম্বরে থাকা দল টেস্ট ক্রিকেটে অংশ নিতে পারবে না। তাঁদের খেলতে হবে আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে। বর্তমান টেস্ট র্যাঙ্কিংয়ে ৩৪ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে জিম্বাবুয়ে, ১৮ পয়েন্ট নিয়ে দশে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের আটে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৮২, সাতে থাকা ওয়েস্ট ইন্ডিজের ৮৭। প্রস্তাব পাস হলে বাংলাদেশ টেস্ট খেলতে পারবে না। এর প্রতিবাদেই মানবন্ধনে জড়ো হয়েছে দেশের ক্রিকেটপ্রেমী মানুষ।

Source: www.prothom-alo.com

আপনার উইন্ডোজ ৭/ এক্সপি পিসি Icon পরিবর্তন করে পিসিকে আকর্ষণীয় করে তুলুন । [ Tuneup utilities 2014 আবশ্যক ]

বন্ধুরা গতকাল আমার ১৫০ তম পোস্ট করেছি যারা এখুন সেই পোস্ট দেখেননি তারা এখানে ক্লিক করে দেখে নিন । আর আজকে আমি সেই Tuneup utilities 2014 পোস্ট করতে বসলাম আশাকরি আপনাদের ভাল লাগবে । যাই হোক এর আগে আমি Tuneup utilities 2014 নিয়ে দুটি পোস্ট করেছি একটি Logon Screen আর একটি PC Style পরিবর্তন নিয়ে । আর আজকে আমি দেখাবো কিভাবে আপনি Tuneup utilities 2014 ব্যবহার করে মাত্র কয়েক ক্লিকে আপনার পিসির সব Icon পরিবতন করে স্টাইলিশ Icon যুক্ত করবেন । জানি উইন্ডোজের সাথে কিছু Icon দেওয়া থাকে কিন্তু সেগুলো আমার যেমন খুব পছন্দ না তেমনি আমার মতো অনেক বন্ধুর হয়তো পছন্দ না । তাছাড়া ঐ ভাবে Icon পরিবর্তন করাও খুব কষ্ট কর । কিন্তু আজকে আমি যে নিয় দেখিয়ে দেবো তাতে কয়েক ক্লিকে আপনার পিসি এর সব Icon পরিবর্তন হয়ে যাবে ১০০% , তাহলে আর দেরি না করে নিচে থেকে দেখে নিন কিভাবে কাজটি করবেন ।


১// আপনার Tuneup utilities 2014 ওপেন করুন তারপর Change Windows appearance এ ক্লিক করুন । নীচের চিত্রে লক্ষ করুন …

Capture
২// এবার একটি নতুন পেজ আসবে সেখানে System elements এ ক্লিক করে Icon Packages… এ ক্লিক করুন । নীচের চিত্রে লক্ষ করুন …
Screenshot_2
৩// এবার একটি নতুন পেজ আসবে সেখান থেকে Add এ ক্লিক করুন তারপর Download Icon Packages From Tuneup Online এ ক্লিক করুন তাহলেই আপনকে Tuneup Icon সাইটে নিয়ে যাবে সেখান থেকে পছন্দ মতো একটি Icon Pack ডাউনলোড করে নিন । যারা উইন্ডোজ ৭ ব্যবহার কারি তারা এখানে ক্লিক করে Icon pack ডাউনলোড করে নিতে পারেন । ডাউনলোড হয়েগেলে একি ভাবে Add এ ক্লিক করে এবার Load Icon Packages From File এ ক্লিক করুন । নীচের চিত্রে লক্ষ করুন …
Screenshot_3
৪ // এবার Install এ ক্লিক করুন তারপর Apply এ ক্লিক করুন তাহলে আপনার পিসি অটো রিস্টার্ট নিবে তারপর ওপেন হলে দেখবেন আপনার পিসি Icon পরিবর্তন হয়েগেছে ।
 তাহলে আজকের মতো এই পর্যন্ত ভাল লাগলে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না । আর কোন রকম সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না । নিচে থেকে কিছু Icon pack এর স্ক্রীন শর্ট দেখে নিন …
 এই ধরনের আরও আছে এক্সপি / ৭ এর জন্য তাহলে উপভোগ করুন ভরপুর । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ হাফেজ ।

Source: http://www.pchelplinebd.com/



HostGator Web Hosting

Tuesday 21 January 2014

Freelancer Orientation Exam Answers

Freelancer Orientation Exam Answers



                     Q.           How much does it cost to bid on a project


Ans:         There is no cost to place a bid


Q.         How can a freelancer contact an employer before being selected for a project?

Ans:         Send the private message to the employer’s inbox


Q.         Where can I find a list of projects I am currently working on?

Ans:         On the freelancer tab View of My dashboard


Q.          What is monthly bid limit for a premium member?

 

Ans:         500


Q.        What would prevent a freelancer from bidding on a project?

Ans:         His/her skill doesn’t match the project


Q.            How many job types can a Premium member have selected in the Qualifications section of his/her profile?

Ans:         250


Q.         What advantages does Standard membership offer a freelancer?





Ans:         All of these


Q.         How can increase his/her chance of winning bids

Ans:         All of these


Q.           What should a freelancer do if the employer asks for his/her contact information before awarding him/her a project?

Ans:         Report the employer to freelancer support


Q.           How can a freelancer avoid being cheated on a project?

Ans:         All of these


Q.          I have completed a project but the employer hasn’t made the paypal payment promised. What should I do?

Ans:         There is no recourse available on freelancer.com for projects paid outside the milestone payment system.


Q.          What advantage does the milestone payment system offer freelancers over the other payment method?

Ans:         All of these are correct


Q.         Which of the following is not a good way for a freelancer to
ensure good feedback for a project?

Ans:         Offer a low price in exchange for good feedback


Q.          Which of the following methods is recommended for a freelancer to draw extra attention to his her bid on a project?

Ans:         Choose the highlight my bid option


Q.        Which of the following is a correct way for a freelancer to use the project clarification board?

Ans:         To ask questions about project after bidding


Q.          How much commission will be deducted from a standard members account for a project awarded for a bid of $300?

Ans:         $15


Q.          Where can a freelancer see how many bids he/she has left?

Ans:         In the welcome section of the dashboard


Q.          I was awarded a project several days ago, but the milestone payment I requested hasn’t been created. What should I do?

Ans:         Contact the employer with a polite reminder or issue a milestone payment request


Q.          If a freelancer prefers not to star a project until a milestone payment has been created, how can he/she let prospective employers know that when placing a bid?

Ans:         Enter a amount in the initial milestone percentage required (0-100) box in the bid form


Q.          How much does it cost to register as a freelancer on freelancer.com?

Ans:         There is no cost to register


Q.          Which of the following can be posted in a private message immediately after bidding on a project?

Ans:         All of these, email address, work samples, phone address


Q.          Can a freelancer change a bid placed on a project?

Ans:         Yes, if the project is still open for bidding


Q.          I have submitted a feedback for an employer, but it doesn’t shows on employer’s profile. Why not?

Ans:         The employer hasn’t yet submitted feedback for you.


Q.          What should a freelancer do if he/she suspects an employer of fraud after bidding a project?

Ans:         Report the activity to freelancer.com support.


Q.          What is a monthly bid limit for a basic member?

Ans:         50


Q.          How can a freelancer stay up to date on new projects?

Ans:         By any of these methods


Q.          Can a freelancer bid on a project that posted as Private?

Ans:         There is no such thing as a private project


Q.          Multiple freelancer.com accounts are required in order to both bid on jobs as a freelancer and hire freelancers as an employer

Ans:         False


Q.          What action should a freelancer take if an employer cancels a Milestone Payment before the project deadline?

Ans:         Send a message to the employer asking why it was canceled







                       Q.        I’ve Completed a project,but the employee hasn’t made the paypal payment                                                                  
                        promised,what should I do? 
       
                       Ans:        These is no recourse available on freelancer.com for projects paid outside             
                       the milestone payment system






HostGator Web Hosting