Saturday, 25 January 2014

আপনার Android মোবাইলে অ্যাপ্লিকেশনকে সিস্টেম অ্যাপ্লিকেশন (System App) বানান! আন-ইন্সটল প্রোটেক্টেড বানান! কিভাবে করবেন??

Apon SoftWorks : আপনার Android মোবাইলে অ্যাপ্লিকেশনকে সিস্টেম অ্যাপ্লিকেশন বানান! আন-ইন্সটল প্রোটেক্টেড বানান! কিভাবে করবেন??
আজকের তারিখ

Make A System App in Android || Apon SoftWorks|| soroze
Android মোবাইলে আপনারা কিছু অ্যাপ্লিকেশন ফ্যাক্টরি মেড হিসেবে পেয়ে থাকেন যেগুলো আন-ইন্সটল করা যায় না!
এমনকি ফরম্যাট দিলেও ডিলেট হবে না!!
আপনার অবশ্যই এমন কিছু অ্যাপ্লিকেশন দরকার পড়তে পারে যেগুলো কখনোই আপনি আন-ইন্সটল করতে চান না, আপনি না করলেও অন্য কেউ করে দিতে পারে!
সেক্ষেত্রে এই পোস্ট আপনার জন্য।।
দেখুন কিভাবে একটি সাধারণ অ্যাপ্লিকেশনকে সিস্টেম অ্যাপ্লিকেশন বানাবেন!!!

 Required:
1. Rooted Android Mobile
2. File Browser with Root permitted

প্রথমে আপনারা একটি রুট ব্রাউজার (Root Browser) ডাউনলোড করে ইন্সটল করুন!
যেমন- Root Explorer/ES File Manager/AndroZip ইত্যাদি।
অনেকের মোবাইলে করাই থাকে।
আমি এখানে Root Explorer ব্যবহার করবো।
Root Browser এর কথা বলেছি কারন এটি খুব কাজের।
আপনি অন্য কোনটি ব্যবহার করতে পারবেন যদি সেটা ভাল বুঝে থাকেন!
প্রথমে আমরা যে অ্যাপ্লিকেশনটিকে সিস্টেম অ্যাপ্লিকেশন বানাবো সেটাকে মেমোরি কার্ড / SD Card এ কপি করে রাখি!
এবার আপনার রুট ব্রাউজার ওপেন করুন।
আপনার রুট এক্সপ্লোরার দিয়ে নেভিগেট করুণ –> /system/app ফোল্ডারে!
১। Screen (১)
Make A System App in Android || Apon SoftWorks|| soroze
এই ফোল্ডারে আপনি অনেক অ্যাপ্লিকেশন পাবেন যেগুলো Write Protected অবস্থায় থাকে।
আবার এগুলো মধ্যে কিছু রানিং অবস্থায়ও থাকে।

এখন আপনি আপনার পছন্দের অ্যাপ্লিকেশনটি কপি করে এখানে এনে পেস্ট করে দিন।
Root Explorer এ মাল্টিট্যাব ব্রাউজিং সিস্টেম আছে। এটি আপনার সুবিধা বাড়িয়ে দেবে।
২। Screen (২)
Make A System App in Android || Apon SoftWorks|| soroze
এখন স্ক্রিন ২ লক্ষ্য করুন।
এখানে আমি একটি অ্যাপ্লিকেশন কপি করে এনেছি।
এই অ্যাপ্লিকেশনটির ডিফল্ট পারমিশন হচ্ছে rw-rw-rw-
স্ক্রিন ২ দেখুন, সেখানে মার্ক করে দেয়া হয়েছে।
এর মানে হচ্ছে,
r = read
w = write
- = execute (Disable করা আছে এখানে)

এবার আপনি কপি করা অ্যাপ্লিকেশনটিকে রিনেম করে নিন আপনার ইচ্ছা মতো।
তবে একটা শর্ত আছে, কোনো স্পেস থাকতে পারবে না।।
এবার আপনি অ্যাপ্লিকেশনটি মার্ক করে অপশন চাপুন। অথবা, অ্যাপ্লিকেশনটির উপর চাপ দিয়ে অপেক্ষা করুন।
তারপর Permissions সিলেক্ট করুন।
এখন স্ক্রিন ৩ অনুযায়ী অপশনগুলো সিলেক্ট করে দিন। বাকি গুলো নন-সিলেক্টেড করে দিন।
৩। Screen (৩)
Make A System App in Android || Apon SoftWorks|| soroze
এবার OK করে দিন।
ব্যস! কাজ শেষ।
বাড়তি কিছু কাজ দেখাই।
আপনার ক্ষেত্রে কমবেশী হতে পারে।
স্ক্রিন ৪ লক্ষ্য করুন।
সেখানে পারমিশন দেয়া আছে rw-r–r–
৪। Screen (৪)
Make A System App in Android || Apon SoftWorks|| soroze
এখানে rw- হচ্ছে Owner পারমিশন যা Read / Write করা যাবে শুধু মালিক দ্বারা।
পরের r– হচ্ছে Group যা মাল্টি-ইউজার সিস্টেমে সকল ব্যবহারকারীর জন্য শুধুই পড়ার যোগ্য।
আর শেষের r– হচ্ছে Other যা অন্য সকল থার্ডপার্টি ব্যবহারকারী। যেমনঃ- গেস্ট।
সমাপ্তি!
এখন আপনার সিস্টেম থেকে Application Settings এ যান এবং আপনার করা অ্যাপ্লিকেশনটি দেখুন!!
আন-ইন্সটল করা অসম্ভব! :-D
৫। Screen (৫)
Make A System App in Android || Apon SoftWorks|| soroze
ইউনিক পোস্ট! কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
- ধন্যবাদ।
Source: Pchelpline.com

0 comments:

Post a Comment