Saturday, 25 January 2014

চাকরি মেলা কঠিন হয়ে যাবে: এরিক স্মিড


গুগলের চেয়ারম্যান এরিক স্মিডআগামী দুই-তিন দশকে চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতা ছাড়া চাকরি পাওয়াই কষ্টকর হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেছেন গুগলের চেয়ারম্যান এরিক স্মিড।
প্রতিনিয়ত নিত্য-নতুন নানা প্রযুক্তির উদ্ভাবন ও ক্রমাগত উন্নয়নের কারণে মধ্যবিত্ত শ্রেণীর অনেক কর্মী চাকরি হারাবেন বলেও জানিয়েছেন ৫৮ বছর বয়সী মার্কিন এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ধনাঢ্য ব্যবসায়ী।
সম্প্রতি সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন এরিক স্মিড। চাকরির বাজারের আসন্ন মন্দাবস্থাকে শিল্প বিপ্লবের সঙ্গে তুলনা করেন তিনি।
এরিক বলেন, ‘আসছে দিনগুলোতে কম্পিউটার এবং মানুষের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এই দৌড়ে মানুষেরই জয় হওয়া উচিত। তবে যতটা দ্রুততার সঙ্গে প্রযুক্তির উন্নয়ন ঘটছে তার সঙ্গে খাপ খাইয়ে দক্ষ জনবল পাওয়া যাবে কি না, তা এই মুহূর্তে নিশ্চিত নয়।’
এরিক আরও বলেন, ‘প্রতিনিয়ত নিত্য-নতুন সব প্রযুক্তিপণ্যের উদ্ভাবন ও উন্নয়ন ঘটে চলেছে। কর্মস্থলের রুটিন অনেক কাজ যন্ত্রের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করার সুযোগ তৈরি হয়েছে। এজন্য ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে খণ্ডকালীন কাজের চাহিদা বাড়ছে। সামনের দিনগুলোতে প্রথাগত নয়টা থেকে পাঁচটা চাকরিকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে হবে।’
কর্মচারীদের বেতন নিয়েও হতাশা প্রকাশ করেছেন এরিক। তাঁর মতে, ‘নিজের অভিজ্ঞতা থেকে আমি স্পষ্ট উপলব্ধি করেছি, একটি কোম্পানি চাইলেই কর্মচারী পেতে পারে। কিন্তু কর্মচারীদের যে বেতন দেওয়া হয়, তা এখনো হতাশাজনক।’

Source: Prothom-alo.com

0 comments:

Post a Comment