Saturday, 25 January 2014

‘এক দাবি এক দেশ টেস্ট খেলবে বাংলাদেশ’

‘তিন জমিদার’ ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিশ্ব ক্রিকেট শাসন করার প্রস্তাবের বিরোধিতায় শাহবাগের মানবন্ধনে জড়ো হয়েছেন শত শত মানুষ। ছবি: সংগৃহীত‘এক দাবি এক দেশ টেস্ট খেলবে বাংলাদেশ’,  ‘তিন দেশের মাতব্বরি থেকে  ক্রিকেটকে রক্ষা কর’, ‘ক্রিকেট প্রাণের দাবি, ক্রিকেট নিয়ে ষড়যন্ত্র চলবে না’, ‘তিন শেয়ালের কাছে মুর্গি বর্গা দেব না’,  ‘বিসিবি সে নো’। এরকম শত শত স্লোগানে মুখরিত হচ্ছে শাহবাগ চত্বর।
আজ শনিবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে জাতীয় গণগ্রন্থাগার এবং চারুকলার গেট পর্যন্ত রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে শত শত তরুণ ব্যানার, ফেস্টুন, পতাকা নিয়ে মানবন্ধনে অংশ নিয়েছেন। ‘তিন জমিদার’ ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিশ্ব ক্রিকেট শাসন করার প্রস্তাবের বিরোধিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।  তাঁদের সবার দাবি একটাই।   টেস্ট ক্রিকেট নিয়ে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলবে না।
মানবন্ধনে এসেছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী, গৃহিনী, চাকরিজীবী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাঁরা একদিকে যেমন ক্রিকেট নিয়ে চলা ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতে এসেছেন তেমনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শক্ত অবস্থান নেওয়ারও দাবি জানিয়েছেন।‘তিন জমিদার’ ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিশ্ব ক্রিকেট শাসন করার প্রস্তাবের বিরোধিতায় শাহবাগের মানবন্ধনে জড়ো হয়েছেন শত শত মানুষ। ছবি: সংগৃহীত
তেজগাঁও থেকে আসা গৃহিনী মাহমুদা সরকার জানান, ফেসবুকে এরকম প্রতিবাদ সমাবেশ হচ্ছে জানতে পেরে শাহবাগে এসেছি। ক্রিকেট হচ্ছে আমাদের প্রাণ, মানুষের আবেগ। এটা নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে না। তাই প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী  দেলওয়ার হোসেন জানান,  আমাদের ক্রিকেট নিয়ে চলা চক্রান্ত রুখতে চাই। তিনি বলেন, ক্রিকেট জাতি, বর্ণ  নির্বিশেষে আমাদেরকে এক করেছে। তাই ক্রিকেট  নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।
ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দেওয়া খসড়া প্রস্তাবে বলা হয়, টেস্ট র্যাঙ্কিংয়ের ৯ ও ১০ নম্বরে থাকা দল টেস্ট ক্রিকেটে অংশ নিতে পারবে না। তাঁদের খেলতে হবে আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে। বর্তমান টেস্ট র্যাঙ্কিংয়ে ৩৪ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে জিম্বাবুয়ে, ১৮ পয়েন্ট নিয়ে দশে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের আটে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৮২, সাতে থাকা ওয়েস্ট ইন্ডিজের ৮৭। প্রস্তাব পাস হলে বাংলাদেশ টেস্ট খেলতে পারবে না। এর প্রতিবাদেই মানবন্ধনে জড়ো হয়েছে দেশের ক্রিকেটপ্রেমী মানুষ।

Source: www.prothom-alo.com

Related Posts:

  • Guest Blog Site Guest Blog Site No Blog URL Niche PR NoBlog URLNichePR 1) http://basicblogtips.com/Blogging, SEO, IM5 2) http://www.bloggingtips.com/Blogging2 3)http://problogger.netBlogging6 4)http://shoutmeloud.com … Read More
  • How to get Adsense account approval for Google Blogspot.com How to get Adsense account approval for Google Blogspot.com  Buy a custom domain name. Use Google apps to create a domain specific email address. Add pages like About, Contact. Ensure you use a clean BlogSpot d… Read More
  • RU Forums List Ru forum: LIKE MATT CUTT says What a swedish lanaguage site have to do anything with English Language.Many Russian forums here in Russian language can help you to do SEO for your site.You can also discuss with native peopl… Read More
  • SEO for Food Bloggers Right now I am thinking “what have I gotten myself into!?” After last week’s SEO for Food Bloggers Intro Post, my head has been literally spinning nonstop with ideas, thoughts and directions for this series. I get … Read More
  • The 5 Best Pitch Tactics I Heard as an Angel Investor   The 5 Best Pitch Tactics I Heard as an Angel Investor    One of the blandest bits of advice that I always hear for pitching to angel investors is to “stand out.” I think I’ve rolled my eyes at that… Read More

0 comments:

Post a Comment