সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট করপোরেশন এবার পরিধেয় বস্তু নিয়ে অগ্রসর হচ্ছে বলে গুজব শোনা যাচ্ছে। এর মধ্যে উইন্ডোজ ৮ ভিত্তিক একটি স্মার্টওয়াচ নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বলে খবর বেরিয়েছে। মার্কিন পত্রিকা ওয়ালস্ট্রিট জার্নাল জানায়, মাইক্রোসফট আগামী এপ্রিলে বাজার ছাড়ার জন্য একটি স্মার্টওয়াচের নকশা করছে। তারা ১ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট ডিভাইস নিয়ে অন্যান্য হার্ডওয়্যার সরবরাহকারীদের সঙ্গেও আলোচনা করছে কোম্পানিটি। মাইক্রোসফটের সারফেস প্রজেক্টের অন্য সদস্যরা উইন্ডোজ চালিত ডিভাইসের সঙ্গে ঘড়িকে একীভূত করা এবং উইন্ডোজ ৮ এর একটি পরিমার্জিত সংস্করণ এই ডিভাইসে চালানোর জন্য পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বলে প্রতিবেদনে জানা যায়।
মাইক্রোসফট এর আগে এক্সবক্সের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল দিয়ে তাদের ধারণার স্মার্টওয়াচটির পরীক্ষা করেছিল। কিন্তু এক্সবক্স তাদের সঙেগ একীভূত হওয়ার পর প্রকল্পটি সারভেসের কাছে হস্তান্তর করা হয়। অ্যামংটেক নামে প্রযুক্তির খবরের একটি ওয়েবসাইট জানায়, স্মার্ট ঘড়িগুলো অক্সিনাইট্রাইড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি যা কাচ অপেক্ষা ৩ গুণ শক্তিশালী। এই স্মার্টওয়াচগুলো হলুদ, লাল, কালো, সাদা এবং ধূসরসহ আরও কয়েকটি রঙের হবে। উল্লেখ্য, স্মার্টফোনের বাজারে হুলস্থূল ফেলে দেয়া স্যামসাং প্রথম স্মার্টওয়াচ বাজারে আনে।
Source: Google.com
মাইক্রোসফট এর আগে এক্সবক্সের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল দিয়ে তাদের ধারণার স্মার্টওয়াচটির পরীক্ষা করেছিল। কিন্তু এক্সবক্স তাদের সঙেগ একীভূত হওয়ার পর প্রকল্পটি সারভেসের কাছে হস্তান্তর করা হয়। অ্যামংটেক নামে প্রযুক্তির খবরের একটি ওয়েবসাইট জানায়, স্মার্ট ঘড়িগুলো অক্সিনাইট্রাইড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি যা কাচ অপেক্ষা ৩ গুণ শক্তিশালী। এই স্মার্টওয়াচগুলো হলুদ, লাল, কালো, সাদা এবং ধূসরসহ আরও কয়েকটি রঙের হবে। উল্লেখ্য, স্মার্টফোনের বাজারে হুলস্থূল ফেলে দেয়া স্যামসাং প্রথম স্মার্টওয়াচ বাজারে আনে।
Source: Google.com
0 comments:
Post a Comment