Saturday, 25 January 2014

কম্পিউটার বারবার রিস্টার্ট সমস্যার সমাধান দেখে নিন।



কম্পিউটার বা ল্যাপটপে কাজ করতে গেলে মাঝেমধ্যে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। প্রায়ই হয় এমন সাধারণ সমস্যার সমাধান নিজে নিজেই করা যায়। এমন ১টি সমস্যার সমাধান নিয়ে এ আয়োজন। কম্পিউটার বারবার রিস্টার্ট সমস্যার।
কম্পিউটার এর হার্ডওয়্যার সমস্যা করলে সেটা শনাক্ত করে সমাধান করা একটু কঠিনই। প্রথমে নিশ্চিত হতে হবে, উইন্ডোজ হালনাগাদ হচ্ছে কি না। এসব আপডেট ইনস্টল হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার রিস্টার্ট হয়। অনেক সময় ভাইরাস বা অ্যাডওয়্যারের কারণে এমনটা হতে পারে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার অথবা বিনা মূল্যের মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়ালস সর্বশেষ হালনাগাদসহ ইন্টারনেট থেকে নামিয়ে ইনস্টল করে স্ক্যান করে নিতে পারেন।
সফটওয়্যার টি নামানোর ঠিকানা  http://goo.gl/iZRcvh আর সফটওয়্যারটির বিস্তারিত  http://goo.gl/polTVH   কম্পিউটারের ধরন অনুযায়ী (৩২ বা ৬৪ বিট) ডাউনলোড করতে পারবেন।
‘ম্যানুয়ালি ডাউনলোড দ্য লেটেস্ট আপডেটস’ সেকশন থেকে এই সফটওয়্যারটির হালনাগাদ ফাইল নামাতে হবে অথবা ইন্টারনেটে সরাসরি হালনাগা করে নিতে পারেন।
কম্পিউটারের কোনো যন্ত্রাংশ মাত্রাতিরিক্ত গরম হলেও কম্পিউটার বারবার রিস্টার্ট নিতে পারে। আধুনিক অনেক কম্পিউটারে সেফগার্ড থাকে, যা যন্ত্রপাতি গরম হলে নিজে নিজেই কম্পিউটার বন্ধ করে দেয়। সিপিইউ খোলার অভিজ্ঞতা থাকলে এবং তাতে কোনো ওয়ারেন্টি সিল না থাকলে সেটি খুলে অনেক দিনের জমা ধুলোবালি ব্রাশ দিয়ে সাবধানে পরিষ্কার করে নিতে পারেন। তারপর র‌্যাম খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে নিন এবং হার্ডডিস্ক, ডিভিডি-রম ড্রাইভে সংযুক্ত তারগুলো ভালোভাবে লাগিয়ে রিস্টার্ট হওয়ার সমস্যা থেকে রেহাই পেতে পারেন।
তো আজকে এই প্রজন্তই ভাল থাকুন ও সুস্ত থাকুন এই কামনায়। ও হাঁ কোন প্রকার সফটওয়্যার দরকার হলে আমাদের সফটওয়্যার সাইট  এখান থেকে ফ্রি সফটওয়্যার জোন ডাউনলোড করুন।

আর সময় পেলে আমার ফুল ভার্সন সফটওয়্যার সাইট থেকে ঘুরে আসতে পারেন এখান থেকে।


Source: PcHelpline.com

Related Posts:

  • How to Create My New Company Name ?   How to Create Name a Business What's in a name? A lot, when it comes to small-business success. The right name can make your company the talk of the town. The wrong one can doom it to obscurity and failure. I… Read More
  • PMP for new Entrepreneurs PMP for new Entrepreneurs     PMP নতুন উদ্যোক্তাদের কিভাবে সাহায্য করতে পারে সে ব্যপারে কিছু বলার আগে জেনে নেই PMP কি? PMP এর পুরো নাম Project Management Professional, এটি আমেরিকার বিখ্যাত প্রতিষ্ঠান PMI (… Read More
  • Manual vs. Automated SEO: Which Is Right for You?  Manual vs. Automated SEO: Which Is Right for You?         Written by: Alex Miller Creating a great website is one thing, but driving traffic to that site is another. As you … Read More
  • 3 Must-Haves to Raising Money Without a Product 3 Must-Haves to Raising Money Without a Product    Sand Hill Road is the birth place of Silicon Valley, and arguably the most powerful road on the planet. Even though the world of venture capital has sl… Read More
  • Top 20 Highest PR Link Directories PR7 & PR6 only! Free backlinks High PageRank for Best SEO. This is a list of 20 of the Highest PageRank Link Directories. There are 5 PR7's and 15 PR6's. So let us start out with the TOP 5 Free Link Directories these are all a Google PageRank of 7. 1. http://www.siteprom… Read More

0 comments:

Post a Comment