Saturday, 25 January 2014

জেনে নিন উইন্ডোজ ৮ এর টপ কীবোর্ড শর্টকাট

আসসালামু আলাইকুম। সবাইকে বিশ্ব ইসতিমার শুভেচ্ছা ও দাওয়াত দিয়ে আজকের লেখা শুরু করছি। আশাকরি সবাই ভাল আছেন। আপনাদের সবাইকে মোহন আল্লাহ ভাল রাখুন সেই দুআ করি, আপনারাও আমার জন্য দুআ করবেন।
charms
এবার কাজের কথায় আসি। উইন্ডোজ ৭ এর পর আমরা অনেকেই উইন্ডোজ ৮ ব্যবহার শুরু করে দিছি। প্রযুক্তি এগিয়ে চলছে, আমরা পিছিয়ে থাকবো কেন? আমরা জানি উইন্ডোজ ৮ অন্যান্য ভার্সনের চেয়ে কিছুটা ব্যাতিক্রম। তাই উইন্ডোজ ৮ চালাতে অনেকেই বিরক্তিবোধ করেন। কিন্তু এটাও মনে রাখতে হবে শুধুমাত্র আপনি না জানার কারণেই বিরক্ত হচ্ছেন, উইন্ডোজ ৮, উইন্ডোজ ৭ বা এর অন্য যেকোনো ভার্সনের চেয়ে প্রায় সব দিক দিয়েই শ্রেষ্ঠ।
আপনাদের আগ্রহ থাকলে আমি উইন্ডোজ ৮ নিয়ে ধারাবাহিকভাবে পোস্ট করতে ইচ্ছুক, কমেন্ট করে জানাবেন।
আজকে আপনাদেরকে উইন্ডোজ ৮ এর কীবোর্ড শর্টকাট জানাব, এতে আপনি অনেক কাজ খুব সহজেই করতে পারবেন। সুতরাং, এই শর্টকাট কী মনে রাখার চেষ্টা করুন।
১) স্টার্ট স্ক্রিন খুলতে Windows key চাপুন
২) ডেস্কটপ এ যেতে Windows key + D চাপুন
৩) যেকোনো Apps কে স্ক্রীন এর স্লাইড বারে পিন বা আনপিন করতে Windows key + . চাপুন
৪)   উইন্ডোজ পাওয়ার ইউজার মেনু (যেমন ডিভাইস ম্যানেজার এবং কমান্ড প্রম্পট) ওপেন করতে Windows key + X চাপুন।
৫) Charms*** ওপেন করতে Windows key + C চাপুন।
৬) সেটিংস ওপেন করতে Windows key + I চাপুন।
৭) খোলা অ্যাপ্লিকেশান দেখানোর জন্য Windows key + Tab চাপুন এবং ধরে রাখুন।
৮) স্ক্রিন শট নেয়ার জন্য Windows key + Print screen চাপুন।
৯) কোনও কিছু সার্চ করতে চাইলে Windows key + F
১০) কোনও কিছু শেয়ার করতে চাইলে Windows key + H
**** The Windows Charms is a new feature that was introduced with Windows 8 that gives you access to Search, Share, Start, Devices, and Settings.
আজ এ পর্যন্তই, সবাই ভাল থাকবেন। আমার ছোট একটা ব্লগ আছে, সময় পেলে আসার দাওয়াত রইল :)

Source: pchelpline 

Related Posts:

  • কম্পিউটার বারবার রিস্টার্ট সমস্যার সমাধান দেখে নিন। কম্পিউটার বা ল্যাপটপে কাজ করতে গেলে মাঝেমধ্যে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। প্রায়ই হয় এমন সাধারণ সমস্যার সমাধান নিজে নিজেই করা যায়। এমন ১টি সমস্যার সমাধান নিয়ে এ আয়োজন। কম্পিউটার বারবার রিস্টার্ট সমস্যার। কম্পিউটার এর হা… Read More
  • ক্রিকেটের অস্তিত্ব বিলীন করে প্রতিদান নয় তিন দেশের কর্তৃত্ব আর মুনাফা লাভের চালে বিশ্ব ক্রিকেটের যে বারোটা বাজতে যাচ্ছে, সেটা আর এখন বলার অপেক্ষা রাখে না। এত দিনে সবাই জেনে গেছেন ক্রিকেটকে নিয়ে কী চালটা চালতে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। তাদের মুনাফার জন্য স… Read More
  • চাকরি মেলা কঠিন হয়ে যাবে: এরিক স্মিড আগামী দুই-তিন দশকে চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতা ছাড়া চাকরি পাওয়াই কষ্টকর হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেছেন গুগলের চেয়ারম্যান এরিক স্মিড। প্রতিনিয়ত নিত্য-নতুন নানা প্রযুক্তির উদ্ভাবন ও ক্রমাগত উন্নয়নের কারণে মধ্যবিত্ত শ্রেণীর … Read More
  • আমি প্রতি ১০ মিনিটে ফেসবুক থেকে ৫০০ টাকা ইনকাম করি । চাইলে আপনিও পারবেন… আজকে ফেসবুকে ডুকতেই এক বড় ভাই মেসেজ দিল । এখন থেকে বুঝি ফেসবুকে ইনকাম করা যায় । আমি প্রথমে বিশ্বাস করিনি পরে যখন আমি ৫০০ টাকা পেলাম তখন আমার বিশ্বাস হল । খুব সহজেই আপনি ও আমার মত টাকা পাবেন , নিচের লিংকে যান , তারপর সেখানে … Read More
  • ‘এক দাবি এক দেশ টেস্ট খেলবে বাংলাদেশ’ ‘এক দাবি এক দেশ টেস্ট খেলবে বাংলাদেশ’,  ‘তিন দেশের মাতব্বরি থেকে  ক্রিকেটকে রক্ষা কর’, ‘ক্রিকেট প্রাণের দাবি, ক্রিকেট নিয়ে ষড়যন্ত্র চলবে না’, ‘তিন শেয়ালের কাছে মুর্গি বর্গা দেব না’,  ‘বিসিবি সে নো’। এরকম শত শত… Read More

1 comments:

  1. অনেক ভাল হয়েছে। সকলের এই সকল বিষয়ে জানা দরকার। এরকম কম্পিউটারের আরও অনেক শর্টকাট কী সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। ---সোস্যাল বাংলা

    ReplyDelete